Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকাকে নয়াদিল্লির বার্তা: প্রতিবেশী সবার আগে


২ আগস্ট ২০১৯ ১৯:৩৮

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের মধ্যে শুক্রবার (২ আগস্ট) দুপুরে ব্যাংককে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর এক বার্তায় বলেছেন, ‘বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চমৎকার বৈঠক হলো। খুব শিগগিরই ঢাকা সফরে যাচ্ছি। কেননা, প্রতিবেশী সবার আগে।’

কূটনৈতিক সূত্রে জানা গেছে, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের মধ্যে শুক্রবার (২ আগস্ট) দুপুরে ব্যাংককে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের একাধিক বিষয়ে আলোচনা হয়। চলতি আগস্টের ২০ বা ২১ তারিখ ঢাকা সফরের কথা রয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের।

বিজ্ঞাপন

শুক্রবারের বৈঠকে আসন্ন সফরের বিষয়টি গুরুত্ব পেয়েছে। এছাড়া রোহিঙ্গা ইস্যূ নিয়েও আলোচনা করা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর আসিয়ানের আঞ্চলিক সম্মেলনে অংশ নিতে এখন থাইল্যান্ড সফর করছেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গত সপ্তাহে সারাবাংলাকে বলেছিলেন, ‘ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর আগামী আগস্টে ঢাকা আসবেন। এটা হবে তার সৌজন্য সফর। আমি পবিত্র হজ পালন শেষে ১৭ আগস্ট ঢাকা আসব। এরপর তিনি আসবেন। সেটা ২০ বা ২১ আগস্ট হতে পারে। দিন-তারিখ নিয়ে এখনও কাজ চলছে।’

প্রসঙ্গত, ড. এ কে আব্দুল মোমেন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত জানুয়ারিতে ভারতের আমন্ত্রণে নয়াদিল্লিতে প্রথম বিদেশ সফর করেন। গত ২০১৪ সালে সুষমা স্বরাজ ভারতের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর ওই বছরের ২৫ জুন প্রথম বিদেশ সফরে ঢাকায় আসেন।

বিজ্ঞাপন

ঢাকা সফর পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন প্রতিবেশী সবার আগে ব্যাংককে বৈঠক ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর