Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে ডেঙ্গু জ্বরে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু


২ আগস্ট ২০১৯ ১৮:৫১ | আপডেট: ২ আগস্ট ২০১৯ ২০:০১

ঢাকা: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মালিহা মাহফুজ অন্না নামে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

শুক্রবার (২ আগস্ট) ভোর রাতে তিনি মারা যান বলে জানিয়েছেন মাহফুজ অন্নার এক নিকটাত্মীয়।

তিনি বলেন, ‘১০ দিন আগে জ্বর নিয়ে অন্নি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে নিয়ে আসা হয় বিএসএমএমইউতে। এখানে তাকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয় কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।’

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) ছাত্রী মালিহা মাহফুজ অন্নি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন। তিনি নয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। রাজধানীর উত্তরায় পরিবারের সঙ্গে থাকতেন অন্না, তার গ্রামের বাড়ি ছিল ধামরাইয়ে।

তবে, এই বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও কেউ নিশ্চিত করে কিছু জানাতে পারেননি।

টপ নিউজ ডেঙ্গু ডেঙ্গু আক্রান্ত ডেঙ্গু জ্বরে মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর