Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিসেম্বরের মধ্যে রাজাকারদের তালিকা প্রকাশের আশা মন্ত্রীর


২ আগস্ট ২০১৯ ১৮:২৪ | আপডেট: ২ আগস্ট ২০১৯ ১৮:৩৩

মেহেরপুর: চলতি বছরের ডিসেম্বরের মধ্যে রাজাকার ও যুদ্ধাপরাধীদের তালিকা প্রকাশের আশা ব্যক্ত করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

শুক্রবার (২ আগস্ট) দুপুরে মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর পর্যটন মোটেলে আয়োজিত মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্র প্রকল্পের স্থাপত্য নকশা অনুমোদন সংক্রান্ত সভায় সাংবাদিকদের এসব কথা জানান আ ক ম মোজাম্মেল হক।

মন্ত্রী বলেন, ‘হাইকোর্টের একটি নিষেধাজ্ঞা থাকায় আমরা রাজাকার ও যুদ্ধাপরাধীদের তালিকা প্রকাশ করতে পারিনি। আশা করছি, ডিসেম্বরের মধ্যে আমরা প্রতিটা ইউনিয়ন পরিষদসহ বিভিন্নস্থানে রাজাকার ও যুদ্ধাপরাধীদের তালিকা প্রকাশ করতে পারবো।’

তিনি আরও বলেন, ‘মুজিবনগর হচ্ছে স্বাধীনতার শপথভূমি, সূর্যোদয়ের ভূমি। মুজিবনগরে বাংলাদেশের প্রথম সরকার শপথ না নিলে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে বড় ধরনের সমস্যা হতো। মুক্তিযুদ্ধের সেই স্মৃতি দেশি-বিদেশি পর্যটকদের কাছে তুলে ধরতে এখানে আন্তর্জাতিকমানের মুক্তিযুদ্ধ তীর্থস্থান হিসেবে গড়ে তুলবো।’

মন্ত্রী আরও বলেন, ‘ইতোমধ্যে আমরা ৩৭ একর জমি অধিগ্রহণ করেছি। আগামী তিন মাসের মধ্যে নতুন প্রকল্পের কাজ শুরু হবে। পাশাপাশি কিছু ভাস্কর্য পরিবর্তন করা হবে।’

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এস এম আরিফ উর রহমানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, মেহেরপুর জেলা প্রশাসক আতাউল গণি, পুলিশ সুপার এস এম মোরাদ আলীসহ সরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তারা।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধের স্মৃতি মানুষের সামনে তুলে ধরতে মুজিবনগরের ঐতিহাসিক শপথস্থলে স্মৃতিসৌধ, বাংলাদেশের একমাত্র মুক্তিযুদ্ধভিত্তিক মানচিত্র, মানচিত্রের সামনে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধে বীরত্বগাঁথা আত্মদানকারী ব্যক্তিদের ভাস্কর্যসহ নানা স্থাপনা রয়েছে। প্রতি বছরই এই ঐতিহাসিক স্থানে হাজার হাজার পর্যটক আসেন।

বিজ্ঞাপন

আ ক ম মোজাম্মেল হক টপ নিউজ ডিসেম্বরের মধ্যে রাজাকারের তালিকা প্রকাশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্র মেহেরপুর

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর