Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাজারীবাগে খাবারের দোকানে গ্যাস লিকেজ, দগ্ধ ৩


২ আগস্ট ২০১৯ ১৮:১৬

ঢাকা: রাজধানীর হাজারীবাগের গণকটুলী লেনে একটি খাবারের দোকানে গ্যাস লিকেজ থেকে আগুনে ৩ জন দগ্ধ হয়েছেন। শুক্রবার (২ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- দোকান মালিক মো. শাহিদুল ইসলাম (৪০), তার বাবা মো. জয়নাল আবেদীন (৬৫) এবং দোকান কর্মচারী মো. সজীব হোসেন (২২)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ শহিদের ভাই মো. শাহিন জানান, গণকটুলিতেই তাদের বাসা। বাসার পাশে খাবারের দোকান করেন তারা। দুপুরে দোকানে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার থেকে গ্যাসের পাইপ ছুটে যায়। এরপর সেখান থেকে গ্যাস বের হতে থাকে। পরে তারা ৩ জন গ্যাস পাইপ ঠিক করে লাগানোর চেষ্টা করে। সেখানে হঠাৎ আগুন ধরে যায়। এতে তারা তিনজন দগ্ধ হয়, পরে খবর পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতাল নিয়ে যাওয়া হয়।

চিকিৎসকদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল্লাহ খান জানান, শহীদের শরীরের ৪০ শতাংশ, জয়নালের ৬৫ শতাংশ, সজিবের ৮ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের ৩ জনই হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি আছেন।

অগ্নিদগ্ধ দগ্ধ তিন