ঢাবি জিয়া হল কর্মচারীর বাসায় মাদকসহ গ্রেফতার ৬
২ আগস্ট ২০১৯ ১৭:৩০ | আপডেট: ২ আগস্ট ২০১৯ ১৭:৪২
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল থেকে গাঁজা ও মদসহ ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। আটক ছয় জনকে প্রক্টরিয়াল টিমের সহায়তায় শাহবাগ থানায় সোপর্দ করে একটি মামলা দায়ের করেছে হল প্রশাসন।
হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জিয়া রহমান সারাবাংলাকে জানান, বৃহস্পতিবার (১ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে হল কর্মচারীদের টিনশেড কোয়ার্টার থেকে ওই ছয় জনকে গ্রেফতার করা হয়।
আটক ছয় জন হলেন— মোশারফ হোসেন পারভেজ, টিপু সুলতান রনি, অর্ণব সাগর, অনিক হাসান, মেহেদি কাজি ও মো. তপন। এদের মধ্যে মোশারফ হোসেন পারভেজ হলের সাবেক কর্মচারী মৃত আবুল কাশেমের ছেলে, বাকি পাঁচ জন বহিরাগত।
প্রাধ্যক্ষ জিয়া রহমান বলেন, গতকাল (বৃহস্পতিবার) দিবাগত রাতে ছয় জনকে মদ ও গাঁজাসহ গ্রেফতার করেছেন আমাদের আবাসিক শিক্ষকরা। পরে প্রক্টরিয়াল টিমের সহায়তায় তাদের শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় হল প্রশাসন একটি মামলাও দায়ের করেছে।
ঘটনা ও মামলার বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন বলেন, গ্রেফতার ছয় জন শাহবাগ থানায় আছে। এ ঘটনায় মামলাও হয়েছে। ঘটনা তদন্ত করে পরে ব্যবস্থা নেওয়া হবে।