Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিদ্যুৎকর্মীর মৃত্যু


২ আগস্ট ২০১৯ ১৩:৩১ | আপডেট: ২ আগস্ট ২০১৯ ১৩:৪১

সংগৃহীত ও প্রতীকী ছবি

রাজশাহী: রাজশাহীতে বৈদ্যুতিক সংযোগের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিয়াজ উদ্দিন শেখ (৫২) নামে এক বিদ্যুৎকর্মী মারা গেছেন। তিনি নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির-১ এর বাগমারা আঞ্চলিক দফতরের নিয়মিত কর্মচারী ছিলেন। তার বাবা উপজেলার বাগমারা পশ্চিম পাড়া গ্রামের ফয়েজ উদ্দিন।

শুক্রবার (০২ জুলাই) সকাল ১১টার দিকে জেলার বাগমারা উপজেলার হঠাৎপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান, মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা বলেন, রিয়াজ উদ্দিন সকালবেলা বাগমারা থানা-সংলগ্ন হঠাৎপাড়ায় তিনটি বাড়িতে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য আসেন। সকাল সাড়ে ৯ টার দিকে তিনি খুঁটিতে সংযোগ দেওয়ার জন্য ওঠেন। এ সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না থাকায় তিনি বিদ্যুতায়িত হয়ে পড়েন। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থান পুড়ে যায়। তারের সঙ্গে প্রায় দুই ঘণ্টা ধরে ঝুলছিল দেহ। বেলা সাড়ে ১১টার দিকে ফায়ার স্টেশনের লোকজন ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

এদিকে মারা যাওয়া রিয়াজ উদ্দিনের পরিবারের সদস্যরা ক্ষোভ প্রকাশ করে সাংবাদিকদের বলেন, অভিজ্ঞতা না থাকার পরেও তাকে সংযোগ দেওয়ার জন্য পাঠানো হয়েছিল। প্রায় ২০-২২ বছর ধরে সে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১এর মিটাররিডার ও পরে কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

নাটোর পল্লী বিদ্যুতের বাগমারা আঞ্চলিক দপ্তরের মহাব্যবস্থাপক রেজাউল করিম সাংবাদিকদের বলেন, রিয়াজ উদ্দিন তাদের নিয়মিত দৈনিক কর্মী ছিলেন। তাকে কেন সংযোগ দেওয়ার কাজে পাঠানো হলো বিষয়টি খতিয়ে দেখা হবে।

টপ নিউজ বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু রাজশাহী

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর