কুমেক হাসপাতালেই আরও ১৭ জন, মোট চিকিৎসা নিয়েছেন ১১২
২ আগস্ট ২০১৯ ১৩:০৯
কুমিল্লা: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কুমিল্লার বিভিন্ন হাসপাতালগুলোতে এ পর্যন্ত ১২২ জন চিকিৎসা নিয়েছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে।
শুক্রবার (২ আগস্ট) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ জন।
জেলা সিভিল সার্জন ডাক্তার মুজিবুর রহমান জানিয়েছেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রোগী ৬৩ জন। তবে কারো অবস্থাই আশঙ্কাজনক না। শেষ খবর পাওয়া পর্যন্ত আজ (শুক্রবার) সকালেই ছাড়পত্র পেয়েছেন ৫৯ জন।
তিনি আরও বলেন, খোঁজ নিয়ে দেখা গেছে, ভর্তি রোগীদের অধিকাংশই ঢাকা থেকে আক্রান্ত হয়ে এসেছেন।