হাতুড়ি দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দিলো প্রতিপক্ষরা
২ আগস্ট ২০১৯ ১১:১২ | আপডেট: ২ আগস্ট ২০১৯ ১১:৩৫
বগুড়া: পূর্বশত্রুতার জের ধরে বগুড়ার নন্দীগ্রামে আনোয়ার হোসেন শাহীন (৩৮) নামে একজনের হাত-পা ভেঙে দিয়েছেন প্রতিপক্ষরা। ধারালো অস্ত্র ও হাতুড়ি দিয়ে পেটানো হয় তাকে।
বুধবার দিবাগত মধ্যরাতে নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বর্ষন চেচুয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বুধবার রাত সাড়ে ১২টার দিকে পরিচিত কিছু লোকজন মেশিন মেরামত করার কথা বলে শাহীনকে বাড়ি থেকে ডেকে বের করে নিয়ে যায়। এরপর তাকে একই গ্রামের আব্দুল আলীমের বাড়িতে নিয়ে যায়। সেখানে আটকে রেখে ধারালো অস্ত্র ও হাতুড়ি দিয়ে পিটিয়ে তার দুই পা ও এক হাত ভেঙে দেয়।
শাহীন চিৎকার করলে আশপাশের লোকজন এ ঘটনা জানতে পারে এবং থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলীমের ঘরের জানালা ভেঙে শাহীনকে হাত-পা ভাঙা অবস্থায় উদ্ধার করে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে নূর ইসলাম টিপু ও হাফিজার রহমান নামের দু’জনকে আটক করে।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির বলেন, বুধবার গভীর রাতেই শাহীনকে হাত-পা ভাঙা অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রাতেই দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।