চাঁদ দেখা কমিটির বৈঠক সন্ধ্যায়, নির্ধারণ হবে ঈদুল আজহার তারিখ
২ আগস্ট ২০১৯ ১০:৪২ | আপডেট: ২ আগস্ট ২০১৯ ১১:৪৫
ঢাকা: ঈদুল আজহার তারিখ নির্ধারণ করতে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক আজ শুক্রবার (২ আগস্ট) সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। বৈঠকে হিজরি জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করা হবে। চাঁদ দেখার তথ্য সাপেক্ষে নির্ধারণ করা হবে ঈদুল আজহার তারিখ।
এদিন চাঁদ দেখা গেলে আগামীকাল শনিবার (৩ আগস্ট) শুরু হবে হিজরি ১৪৪০ সালের জিলহজ মাস। সেই হিসাবে আগামী ১২ আগস্ট দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
আরও পড়ুন- সৌদি আরবে ঈদুল আজহা ১১ আগস্ট
ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় চাঁদ কমিটি বৈঠকে বসবে। বৈঠকে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ। ইসলামিক ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম কমপ্লেক্সের সভাকক্ষে মাগরিবের নামাজের পর এই বৈঠক শুরু হবে।
ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সব জেলার জেলা প্রশাসক ও উপজেলাগুলোর উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে, দেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা যেন ইসলামিক ফাউন্ডেশনকে অবহিত করে। ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭, ৯৫৫৯৪৯৩ নম্বরগুলোতে ফোন করেও চাঁদ দেখার তথ্য জানানো যাবে।
এদিকে, বৃহস্পতিবার (১ আগস্ট) সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে বলে জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। সেই হিসাবে আগামী ১১ আগস্ট সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। আর হজ পালিত হবে হবে আগামী ১০ আগস্ট।
বাংলাদেশ-ভারতসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সাধারণ মধ্যপ্রাচ্যের পরদিন ঈদ উদযাপিত হয়। আজ দেশের আকারে চাঁদ দেখা গেলে সেই ধারাবাহিকতা অক্ষুন্ন থাকবে।
ঈদুল আজহা চাঁদ দেখা চাঁদ দেখা কমিটি চাঁদ দেখা কমিটির বৈঠক টপ নিউজ ধর্ম প্রতিমন্ত্রী