Thursday 13 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মশক নিবারণী দফতরেরই এই হাল!


২ আগস্ট ২০১৯ ০২:২৬ | আপডেট: ২ আগস্ট ২০১৯ ১১:৫০

ঢাকা: আগস্টে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়বে— এমনটাই বলা হচ্ছে। এরই মধ্যে রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের ৬৩ জেলাতেই ছড়িয়ে পড়েছে রোগটি। রাজধানী থেকেই জেলা শহরগুলোতে বেশি ছড়িয়েছে ডেঙ্গু। পরিস্থিতি ঠেকাতে চিকিৎসার পাশাপাশি বিভিন্ন মহল থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ নানা ধরনের সচেতনতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গোটা দেশে যখন এমন বাস্তবতা, তখন উল্টো চিত্র দেখা গেল ঢাকার মশক নিবারণী দফতরের সামনে। স্বয়ং মশক নিবারণী দফতরের সামনে হাজার হাজার খালি, ভাঙা ড্রাম এলোমেলোভাবে রাখা। একদিকে এসব ড্রামে নোংরা আবর্জনা জমছে, অন্যদিকে বৃষ্টির পানি জমে যেন তৈরি করেছে এডিস মশার স্বর্গীয় আবাসস্থল। ঢাকার মশক নিবারণী দফতরের ছবি তুলেছেন সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান।

বিজ্ঞাপন

ডেঙ্গু ডেঙ্গুর প্রকোপ ঢাকার মশক নিবারনী দফতর