কুবির সাংবাদিকতা বিভাগের ফুটবলে চ্যাম্পিয়ন ৩য় ব্যাচ
১ আগস্ট ২০১৯ ২২:৫৩ | আপডেট: ১ আগস্ট ২০১৯ ২২:৫৪
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ১ম ব্যাচকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ৩য় ব্যাচ।
বৃহস্পতিবার (১ আগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলার প্রথমার্ধে কোন ব্যাচই গোলতে পারেনি। দ্বিতীয়ার্ধে বিভাগের ৩য় ব্যাচের শিক্ষার্থী নুরে আলম একমাত্র গোলটি করে জয় নিশ্চিত করেন।
উল্লেখ্য, গত ২৭ জুলাই থেকে শুরু হওয়া ‘এমসিজে ফুটবল টুর্ণামেন্ট-২০১৯’ এ বিভাগটির চারটি ব্যাচের চারটি দল অংশগ্রহণ করে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ফুটবলে চ্যাম্পিয়ন তৃতীয় ব্যাচ সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ