Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই মেয়র ও স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি বিএনপির


১ আগস্ট ২০১৯ ২২:০০

ঢাকা: মশা নিধনে ব্যর্থ হওয়ায় ঢাকার দুই মেয়র ও স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘মশা নিধনে ব্যর্থতার দায় নিয়ে তাদের পদত্যাগ দাবি করছি আমরা। সেই সঙ্গে এ বিপদ থেকে বাঁচতে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি।’

বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে ঢাকা জজকোর্টের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করতে এসে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

দুপুরে বাহাদুর শাহ পার্ক এলাকায় র‍্যালি ও লিফলেট বিতরণ করার কথা ছিল দলটির। কিন্তু তার অনুমতি দেয়নি পুলিশ। পরে পুলিশের অনুমতি না পেয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলে চলে যান দলের নেতাকর্মীরা।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘সরকারকে সহযোগিতা এবং জনগণকে সচেতন করতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এ র‌্যালির আয়োজন করে। কিন্তু জনসচেতনতামূলক শান্তিপূর্ণ এ র‌্যালি প্রশাসন পালন করতে দিচ্ছেনা। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

তিনি আরও বলেন, ‘যদি স্বাস্থ্য মন্ত্রণালয় ও সিটি করপোরেশন সমন্বিতভাবে পদক্ষেপ নিতো তাহলে ডেঙ্গু মহামারি আকার ধারণ করতো না। তাই আমরা মেয়র ও স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি।’

খন্দকার মোশাররফ বলেন, ‘আমি নিজেও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ছিলাম। সে সময়ও ডেঙ্গু ছিল। কিন্তু আমরা সিটি করপোরেশনের সঙ্গে সমন্বিত হয়ে কাজ করে এটি মোকাবিলা করেছি। অথচ এখন সরকারের উদাসীনতার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দেশে বন্যা হচ্ছে, ডেঙ্গু হচ্ছে। কিন্তু সরকার, সরকারের মন্ত্রীরা দেশের বাইরে ঘুরে বেড়াচ্ছেন। জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই তাদের।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘সরকারি অফিস-আদালতের ছাদের খবর কেউ রাখেনা। এগুলো পরিস্কার-পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করতে হবে। সরকারের ব্যর্থতা এবং উদাসীনতার কারণে ডেঙ্গু মহামারি আকার ধারণ করেছে। আমাদের দাবি, শিগগিরই আধুনিক কার্যকর ওষুধ ছিটিয়ে এডিস মশা নিশ্চিহ্ন করা হোক। এ বছর যদি এটা সম্ভব না হয় তবে আগামী বছরও একই অবস্থা হতে পারে।’

খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে ড. খন্দকার মোশাররফ হোসেন এ সময় আরও বলেন, ‘দেশে জনগণের সরকার প্রতিষ্ঠার প্রয়োজন। সব সংকট থেকে উত্তরণ চাইলে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা প্রয়োজন। গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হলে গণতন্ত্রের মা দেশনেত্রী  খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। আমরা দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করে দেশকে সব সংকট থেকে মুক্ত করবো ইনশাআল্লাহ।’

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবীব-উন-নবী খান সোহেল, বিএনপি নেতা ইশরাক হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহিন, ঢাকা মহানগর শ্রমিক দলের সহ সভাপতি সুমন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বাদল প্রমুখ।

এডিস মশা নিধন ড. খন্দকার মোশাররফ হোসেন মেয়র ও স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি র‍্যালি ও লিফলেট বিতরণ কার্যক্রম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর