Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ ঘণ্টায় সারাদেশে ভর্তি ১৭১২ ডেঙ্গু রোগী, ঢামেকে ২২২


১ আগস্ট ২০১৯ ১৯:১৪

ঢাকা: সারাদেশের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছেই। বুধবার (৩১ জুলাই) সকাল ৮ থেকে বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসেবে জানা যায়, ১৭১২ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি হন ২২২ জন।

ডেঙ্গু রোগ নিয়ে স্বাস্থ্য অধিদফতরের দৈনিক প্রতিবেদনে বৃহস্পতিবার (১ আগস্ট) এ তথ্য জানানো হয়। রোগীদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৫০ জন ডেঙ্গু রোগী। এছাড়া ঢাকার বাইরে দেশের বিভিন্ন অঞ্চলে ভর্তি হয়েছেন ৫৬২ জন।

বিজ্ঞাপন

এছাড়া, রিপোর্টটিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বমোট মৃত্যুর সংখ্যা বলা হয়েছে ১৪ জন। এতে বলা হয় বাংলাদেশে চলতি বছরে ১৯৫১৩ জন রোগী বিভিন্ন সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৩৬৬১ জন রোগী সুস্থ হয়েছেন ও বর্তমানে চিকিৎসাধীন আছেন ৫৮৩৮ জন।

তৈরি হয়েছে আতঙ্ক:

এদিকে ঢামেকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার বিকেল ৩টায় সংবাদ সম্মেলনের আয়োজন করেন হাসপাতালের সহকারী পরিচালক(অর্থ ও স্টোর) ডা. আলাউদ্দিন আল আজাদ।

ডেঙ্গু রোগ নিয়ে চারিদিকে আতঙ্ক তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, গতকাল ৪৬৫ জনের রক্ত নিয়ে এনএস-১ পরীক্ষা করার পর মাত্র ১৬ জনের ডেঙ্গু রোগের নমুনা পাওয়া গেছে। তাহলে এখানেই স্পষ্ট যে, ডেঙ্গু আক্রান্তের চেয়ে আতঙ্কই বেশি। হাসপাতাল কর্তৃপক্ষ সামগ্রিক সুন্দর ব্যবস্থাপনায় ডেঙ্গুর রোগীদের চিকিৎসা দিচ্ছে। আতঙ্কিত না হওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে অনুরোধ জানান তিনি।

ডা. আলাউদ্দিন আল আজাদ ঢামেক হাসপাতালে সামগ্রিক ডেঙ্গু রোগীদের চিকিৎসা সংক্রান্ত তথ্য তুলে ধরে বলেন, গত জুনে হাসপাতালে ডেঙ্গু রোগ নিয়ে ভর্তি হয়েছেন ১৩৫ রোগী। এরমধ্যে একজন মারা যান।

বিজ্ঞাপন

জুলাইতে সর্বোচ্চ ২ হাজার ৪ শ’ ৬৪ জন ভর্তি হয়ে চিকিৎসা নেন। এরমধ্যে মারা যান ১০ জন। সবমিলিয়ে এখন হাসপাতালে ভর্তির সংখ্যা ২ হাজার ৬শ’ ১৭ জন। মারা যাবার সংখ্যা ১১ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৭০৬ জন।

ডেঙ্গুতে আক্রান্ত কোথায় কত জন?

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন অনুসারে, ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ২২২ জন, মিটফোর্ড হাসপাতালে ৮১ জন, ঢাকা শিশু হাসপাতাল ২৫ জন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল ৯৬ জন ভর্তি হয়েছেন।

এছাড়াও হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে ৪৫ জন, বারডেম হাসপাতালে ৩২ জন, বিএসএমএমইউতে ৩০ জন, রাজারবাগ পুলিশ হাসপাতালে ৩৯ জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ৮৬ জন, পিলখানা বিজিবি হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ৪৩ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫৫ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন।

প্রতিবেদনে আরও জানানো হয়, ঢাকা শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে নতুনভাবে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩৮৮ জন রোগী। এদের মধ্যে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ৩০ জন, ধানমন্ডি ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে ২৭ জন, স্কয়ার হাসপাতালে ২৫ জন, শমরিতা হাসপাতালে ১২ জন, ল্যাব এইড হাসপাতালে ৭ জন, সেন্ট্রাল হাসপাতালে ২৬ জন, হাই কেয়ার হাসপাতালে ৯ জন, হেলথ এন্ড হোপ হাসপাতালে ৩ জন, গ্রীন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে ২৩ জন, কাকরাইল ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ২৮ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন।

এছাড়াও খিদমা জেনারেল হাসপাতালে ১১ জন, ইউনাইটেড হাসপাতালে ২২ জন, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন, সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ২৫ জন, অ্যাপোলো হাসপাতালে ১২ জন, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন, বিআরবি হসপিটালস লিমিটেডে ১৬ জন, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ২৩ জন, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ৯ জন, সালাউদ্দিন হাসপাতালে ১০ জন, পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ১৯ জন রোগী ভর্তি হয়েছেন। আর রয়েছেন উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ৯ জন এবং আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ জন ডেঙ্গু রোগী।

এছাড়া, ঢাকা বিভাগের জেলা শহরগুলোতে ১৪৫ জন, চট্টগ্রাম বিভাগে ৯৪ জন ও খুলনা বিভাগে ৭৬ জন রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। এছাড়াও রংপুর বিভাগে ৩৩ জন, রাজশাহী বিভাগে ৫৮ জন, বরিশাল বিভাগে ৬৩ জন, সিলেট বিভাগে ৩১ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়াও ময়মনসিংহ বিভাগে ৬২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে বলে জানানো হয় প্রতিবেদনে।

আরও পড়ুন:-

ডেঙ্গুজ্বর যেন আল্লাহ আর কাউকে না দেয়: অর্থমন্ত্রী
সাড়ে ৩ লাখ ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সম্পূর্ণ কাল্পনিক: সাঈদ খোকন
ডেঙ্গুর মহামারিতেও সরকারের কার্যকর পদক্ষেপ নেই: রিজভী
ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে কিনা, জানতে চান আদালত
ডেঙ্গুকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি: স্থানীয় সরকারমন্ত্রী
ডেঙ্গুতে অসচেতনতা: ১৫ আবাসন প্রতিষ্ঠানকে জরিমানা
ডেঙ্গু নিয়ে সরকারি তথ্যে গড়মিল!
গুজব ও ডেঙ্গুর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন: পিএমও
একদিনে হাসপাতালে ৫৬০ ডেঙ্গু রোগী, শুধু ঢামেকেই ১৪৫
মশার ওষুধ কাজ করছে না দেখেই এত ডেঙ্গু রোগী: স্বাস্থ্যমন্ত্রী
জুলাই মাসেই ঢামেকে ডেঙ্গু রোগী ভর্তি ৯১১, মৃত্যু ৩ জনের

ডেঙ্গু ডেঙ্গু জ্বর ডেঙ্গু রোগী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর