Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নৌপরিবহন মন্ত্রণালয় ও অধীন সংস্থার ঈদের ছুটি বাতিল


১ আগস্ট ২০১৯ ১৮:১১ | আপডেট: ১ আগস্ট ২০১৯ ১৮:৩১

ঢাকা: বন্যা পরিস্থিতি বিবেচনায় ঈদুল আজহা সামনে রেখে নৌপথে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে নৌপরিবহন মন্ত্রণালয় ও এর অধীন সংস্থাগুলোর সব কর্মকর্তা-কর্মচারীর ঈদের ছুটি বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (১ আগস্ট) নৌপরিবহন মন্ত্রণালয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নৌপরিবহন মন্ত্রণালয় এবং এর অধীন সংস্থা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ) ও বাংলাদেশ নৌপরিবহন করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বর্তমান বন্যা পরিস্থিতি বিবেচনায় ঈদুল আজহা উৎসব উদযাপনে বাড়ি ফেরা ও উৎসব শেষে কর্মস্থলে ফেরা মানুষের নৌপথে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে, চলমান ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ছুটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদের সমন্বয় ও সংস্কার বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মজিবুর রহমান।

সারাবাংলা/জেআর/টিআর

ঈদুল আজহা ঈদের ছুটি ছুটি বাতিল নৌপরিবহন মন্ত্রণালয় বিআইডাব্লিউটিএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর