Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লায় ডেঙ্গু রোগী বাড়ছে, হাসপাতালে ভর্তি ৬৫ জন


১ আগস্ট ২০১৯ ১৭:৩০

কুমিল্লা: কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কুমিল্লার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ জন। বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর পর্যন্ত কুমিল্লার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন ৬৫ জন।

কুমিল্লার সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান সারাবাংলাকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, এখন পর্যন্ত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ৪৬ জন এবং অন্যান্য হাসপাতালগুলোতে ১৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। ইতোমধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ৯৭ জন। আক্রান্তের সবাই ঢাকার বিভিন্নস্থান থেকে এসে কুমিল্লার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন।

তিনি আরও জানান, হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে কারোর অবস্থাই আশঙ্কাজনক নয়।

এদিকে ডেঙ্গু রোধ করতে সচেতনতা বাড়াতে কুমিল্লা জেলা স্বাস্থ্য বিভাগ, জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন অব্যাহত রয়েছে। মশা নিধনে সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় ওষুধও ছিটানো হচ্ছে।

২৪ ঘন্টায় ভর্তি ১১ জন কুমিল্লা ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি ৬৫ জন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর