Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জে কোকাকোলার বোতল দিয়ে পিটিয়ে ১ জনকে হত্যা


১ আগস্ট ২০১৯ ১৭:৩৫

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে কোকাকোলার বোতল দিয়ে পিটিয়ে এক পিকআপ ভ্যানচালককে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (১ আগস্ট) বেলা ১২টায় নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বালুরমাঠ এলাকার ‘মেসার্স রাজা স্টীল হাউজ’ নামের একটি রডের দোকানে ওই ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মৃত পিকআপ ভ্যান চালকের নাম তোফাজ্জেল হোসেন তপু। সে খানপুর বৌবাজার এলাকার মৃত সোলেমান চৌকিদারের ছেলে। তপু কোকাকোলার ডিস্ট্রিবিউটর ‘দি জামাল এন্ড কোম্পানি’র পিকআপ ভ্যানচালক ছিলেন।

প্রত্যক্ষদর্শী জামাল এন্ড কোম্পানির বিক্রয়কর্মী সৌরভ সারাবাংলাকে জানান, পিকআপ ভ্যানচালক তপু কোকাকোলাসহ বিভিন্ন পানীয় চাষাঢ়া বালুরমাঠ এলাকায় পৌঁছে দিতে আসলে রড বিক্রেতা শাহজাহান মিয়া তার কাছে একটি কোকাকোলা চায়। এ সময় গাড়ি থেকে তপু একটি কোকাকোলার বোতল শাহজাহানকে উদ্দেশ্য করে ঢিল দেয়। সেই ঢিল শাহজাহান ধরতে না পারলে বোতলটি পাশের দোকানদার সুমন মিয়ার শরীরে গিয়ে লাগে। এতে ক্ষিপ্ত হয়ে সুমন মিয়া তপুকে কোকাকোলার বোতল দিয়ে পিটিয়ে আহত করে। পরে তাকে গুরুতর অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে যায়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা সারাবাংলাকে জানান, কোকাকোলার বোতল শরীরে লাগার মতো তুচ্ছ ঘটনায় পিকআপ ভ্যানচালক তপুকে কোকাকোলার বোতল দিয়ে মারধর করে সুমন মিয়া। এতে তপু গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তপুকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পর পরই সুমন পালিয়ে গেছে। তাকে গ্রেফতারে জন্য অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

কোকাকোলা কোকাকোলার বোতল দিয়ে পিটিয়ে হত্যা নারায়ণগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর