ঈদে বন্ধ থাকবে ঢাকা-কলকাতা রুটের ট্রেন
১ আগস্ট ২০১৯ ১৬:৩৫ | আপডেট: ১ আগস্ট ২০১৯ ১৬:৩৬
ঢাকা: কোরবানির ঈদ উপলক্ষে আগামী ১১ আগস্ট থেকে ১৪ আগস্ট (রোববার থেকে বুধবার) পর্যন্ত ঢাকা-কলকাতা রুটে যাত্রীসেবা দেওয়া ট্রেন মৈত্রী এক্সপ্রেস বন্ধ থাকবে।
ঢাকার ভারতীয় হাইকমিশন থেকে বৃহস্পতিবার (১ আগস্ট) এক বার্তায় এই তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, বাংলাদেশে ঈদুল আজহা উদযাপন উপলক্ষে আগস্টের ১১ (রোববার) ও ১৪ তারিখ (বুধবার) ঢাকা থেকে কলকাতা এবং আগস্টের ১২ (সোমবার) ও ১৩ (মঙ্গলবার) তারিখ কলকাতা থেকে ঢাকা মৈত্রী এক্সপ্রেস বন্ধ থাকবে।
বার্তায় আরও বলা হয়, ঈদের পর ট্রেনের যাত্রীসেবা আবার চালু হবে।