সেগুনবাগিচায় এডিসের লার্ভা ধ্বংস
১ আগস্ট ২০১৯ ১৭:০০ | আপডেট: ১ আগস্ট ২০১৯ ১৭:১১
ঢাকা: রাজধানীর সেগুনবাগিচায় পাঁচতলা একটি ভবনের ছাদে পানির ট্যাংকে থাকা এডিস মশার লার্ভা ধংস করা হয়েছে।
বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র সাঈদ খোকনের নেতৃত্বে এ লার্ভা ধ্বংস করা হয়। এ সময় ডিএসসিসির ম্যাজিস্ট্রেট কোহিনুর আক্তার উপস্থিত ছিলেন।
মেয়র সাঈদ খোকন সারাবাংলাকে বলেন, ‘আমাদের টিমের মাধ্যমে আমরা খবর পায় ওই বাসায় এডিসের লার্ভা আছে। পাঁচতলা ভবনের ছাদে পানির ট্যাংকে লার্ভার সন্ধান পাওয়া যায়। আমাদের ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ লার্ভা ধ্বংস করা হয়।
এ সময় মশা নিধনের ওষুধ আমদানি বিষয়ে জানতে চাইলে মেয়র বলেন, ‘আজ বিমানে অল্পকিছু ওষুধ আনাচ্ছি। এখন হাইকোর্ট আমাদের যেভাবে নির্দেশনা দেবেন সেভাবেই আমরা কাজ করব।’
মেয়র জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে আমরা সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছি। পাশাপাশি জনগণকেও বলব, ডেঙ্গু প্রতিরোধে স্ব-স্ব জায়গা থেকে যেন কাজে নেমে পড়েন।