জাহালমকাণ্ড: আমিনুলকে জিজ্ঞাসাবাদ করছে দুদক
১ আগস্ট ২০১৯ ১৩:২৯ | আপডেট: ১ আগস্ট ২০১৯ ১৩:৪৩
ঢাকা: বিনা দোষে জাহালমকে কারাগারে আটক রাখার ঘটনায় হওয়া মামলায় গ্রেফতার আমিনুল হক সরকারকে দ্বিতীয়বারের মতো জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে তাকে কেরানীগঞ্জ কারাগার থেকে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে নেওয়া হয়।
দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য সারাবাংলাকে জানিয়েছেন, দুদকে হাজির করার পর থেকেই মামলার তদন্ত কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করছেন।
এর আগে গত ১৯ জুন প্রথমবার আমিনুলকে জিজ্ঞাসাবাদ করে দুদক। তখন মামলার তদন্ত কমর্কতা দুদকের সহকারী পরিচালক জাহিদ কালাম ও মোহাম্মদ সালাউদ্দিন তাকে জিজ্ঞাসাবাদ করেন। দুদকের দাবি, জাহালম কেলেঙ্কারির মূল হোতা সালেকের সহকারী ছিলেন আমিনুল হক সরকার। সালেকের আত্মসাৎ করা টাকা তার ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়েছিল।