রাজশাহীতে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু
১ আগস্ট ২০১৯ ১১:২৪ | আপডেট: ১ আগস্ট ২০১৯ ১১:২৭
রাজশাহী: রাজশাহীতে দ্রুতগতির মালবাহী ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
বুধবার (৩১ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে জেলার গোদাগাড়ী উপজেলার মেডিকেল মোড়ে ওয়ার্ল্ড ভিশন অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদরের বিদিরপুর গংকা গ্রামের সামাদ (৪০) ও আলম (৩৫)।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গির আলম জানান, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা দ্রুতগতির ট্রাকটি রাজশাহীর দিকে যাচ্ছিলো। পথে বিদিরপুর এলাকায় পৌঁছলে উল্টোদিক থেকে আসা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে রাস্তার পাশে ছিটকে পড়েন এর দুই আরোহী। এদের মধ্যে ঘটনাস্থলেই মারা যান আলম। গুরুতর আহত অবস্থায় সামাদকে গোদাগাড়ী ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। ট্রাকটি শনাক্ত করে আটক করার চেষ্টা চলছে বলে জানান ওসি।