Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লাদেনের ছেলে হামজাকে হত্যা


১ আগস্ট ২০১৯ ১০:৪৫ | আপডেট: ১ আগস্ট ২০১৯ ১৩:১৮

আল কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের পুত্র হামজা বিন লাদেনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই) মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।

তার মৃত্যুর খবর প্রথমে প্রচার করেছিল এনবিসি এবং নিউ ইয়র্ক টাইমস। কিন্তু কিভাবে, কোথায় তার মৃত্যু হয়েছে সে ব্যাপারে এখনও স্পষ্ট কোন তথ্য প্রকাশিত হয়নি।

এ বছরের ফেব্রুয়ারিতে তার সম্পর্কে তথ্যদাতার জন্য ১ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছিল মার্কিন কর্তৃপক্ষ। তারপর মার্চ মাসে সৌদি কর্তৃপক্ষ তার নাগরিকত্ব বাতিল করে।

আনুমানিক ৩০ বছর বয়স্ক হামজা, ২০১১ সালের মে মাসে তার পিতা ওসামা বিন লাদেনকে হত্যার প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশের উপর হামলা করার আহবানে অডিও, ভিডিও বার্তা প্রকাশের মাধ্যমে আলোচনায় এসেছিলেন।

হামজা বিন লাদেনের মৃত্যুর ব্যাপারে সাংবাদিকেরা জানতে চাইলে কোন মন্তব্য করেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মনে করা হয় তিনি ইরান , আফগানিস্তান, পাকিস্তান বা সিরিয়ার কোথাও আটক ছিলেন। সেখান থেকে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হয়।

পাকিস্তানী সূত্র থেকে জানা যায়, ওসামা বিন লাদেনের মৃত্যুর পর আল কায়েদার নেতৃত্ব নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন হামজা।

তার মৃত্যর আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে আল কায়েদায় নেতৃত্ব শূণ্যতা তৈরি হলো।

আফগানিস্তান আল কায়েদা ইরান ওসামা বিন লাদেন ডোনাল্ড ট্রাম্প পাকিস্তান মৃত্যু যুক্তরাষ্ট্র সিরিয়া হামজা বিন লাদেন

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর