Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমরা যেন যন্ত্র না হয়ে যাই: তথ্যমন্ত্রী


১ আগস্ট ২০১৯ ০২:৪৮

ঢাকা: তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, যন্ত্র ব্যবহার করতে করতে যেন আমরা নিজেরা যন্ত্র হয়ে না যাই। সেদিকে সবার নজর দেওয়া উচিত। বুধবার (৩১ জুলাই) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বঙ্গবন্ধুকে নিয়ে ভ্রাম্যমাণ বইমেলা উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন মন্ত্রী।

তথ্যমন্ত্রী বলেন, ‘আজকের এই যুগে মানুষ যখন ক্রমাগতভাবে আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে, যন্ত্রের মতো আচরণ করছে তখন মানবিক গুণাবলী বাঁচিয়ে রাখার জন্য বই পড়া অতি জরুরি বিষয় হয়ে পড়েছে। শ্রাবণ প্রকাশনীকে ধন্যবাদ এত সুন্দর একটি উদ্যোগ গ্রহণ করেছে। বই পড়াকে টিকিয়ে রাখতে হলে অন্যান্য প্রকাশনীগুলোকেও এভাবে এগিয়ে আসতে হবে।’

বিজ্ঞাপন

বাঙালি জাতি রাষ্ট্রের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা, তাকে গভীর ভাবে জানতে হলে তাকে গভীর ভাবে পড়তে হবে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘শ্রাবণ প্রকাশনীর বই মেলা সারাদেশে ঘুরবে, স্কুল-কলেজের বাচ্চাদের কাছে বঙ্গবন্ধুকে তুলে ধরবে, এজন্য এটা গুরুত্বপূর্ণ উদ্যোগ। শ্রাবণ প্রকাশনীকে সাধুবাদ।’

অনুষ্ঠানে কথা সাহিত্যিক মুস্তফা কামাল বলেন, ‘যেকোনো বিষয়কে ভালো ভাবে জানতে হলে আমাদের পড়তে হবে। এই উদ্যোগ মানুষকে বঙ্গবন্ধুর আরো কাছাকাছি নিয়ে যাবে। এজন্য এই উদ্যোগের সঙ্গে শুরু থেকেই আমরা রয়েছি। এটি সফল হবে।’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী সামনে রেখে আজ থেকে শুরু হয়েছে ২০ মাস ব্যাপী বঙ্গবন্ধু ভ্রাম্যমান বইমেলা। বঙ্গবন্ধুকে জানো দেশকে ভালবাসো এই শ্লোগানকে বঙ্গবন্ধুর লেখা অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা সহ মোট ১০০টি নির্বাচিত বই বিক্রি হবে এই বইমেলায়।

বিজ্ঞাপন

শ্রাবণ বইগাড়ি নামের একটি ক্যারাভ্যান দেশের সকল জেলা ও উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের সামনে অবস্থান করে বঙ্গবন্ধুকে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেবে। এই গাড়িতে একটি ডিজিটাল বোর্ডের মাধ্যমে বঙ্গবন্ধুর ভাষণ, সাক্ষাৎকার এবং তাকে নিয়ে গান প্রচার হবে।

উল্লেখ্য, এর আগে গত বছরের আগস্ট মাসেও শ্রাবণ প্রকাশনী বঙ্গবন্ধুকে নিয়ে রচিত এক মাসের ভ্রাম্যমাণ বইমেলা করে। এছাড়াও গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের জুলাই মাস পর্যন্ত মুক্তিযুদ্ধের ৪০০টি বই নিয়ে ভ্রাম্যমাণ বইমেলা করে শ্রাবণ প্রকাশনী।

বইমেলা যন্ত্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর