৮ শ্রমিকের মৃত্যুতে নিরাপত্তা ফোরামের উদ্বেগ
১ আগস্ট ২০১৯ ০৪:১০ | আপডেট: ১ আগস্ট ২০১৯ ০২:১৮
ঢাকা: দেশের বিভিন্ন স্থানে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ও পানিতে ডুবে ৮ নির্মাণ শ্রমিকের মৃত্যুর ঘটনায় শ্রমিক নিরাপত্তা ফোরাম উদ্বেগ প্রকাশ করছে। বুধবার (৩১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই উদ্বেগ জানিয়ে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে তারা।
গত ৩০ জুলাই সিরাজগঞ্জের উল্লাপাড়া ও কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভায় নির্মাণাধীন সেপটিক ট্যাংকের শাটার খোলার জন্য সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে চার শ্রমিক নিহত হন। বুধবারও (৩১ জুলাই) জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় নির্মাণাধীন সেপটিক ট্যাংকের শাটার খুলতে গিয়ে বিষাক্ত গ্যাসের কারণে ৪ শ্রমিকসহ মোট ৬ জন নিহত হয়েছে।
সংগঠনটি বলছে, বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ৭৮-ক ধারায় ব্যক্তিগত সুরক্ষা যন্ত্রপাতি ব্যবহারের বাধ্যবাধকতায় বলা হয়েছে, ‘শ্রমিকদের ব্যক্তিগত সুরক্ষা যন্ত্রপাতি সরবরাহ ও ব্যবহার নিশ্চিত করা ব্যতিত নিয়োগকারী কাউকে কর্মে নিয়োগ করতে পারবে না এবং কর্মক্ষেত্রে শ্রমিকের পেশাগত স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য নিয়োগকারী প্রত্যেক শ্রমিককে কাজের ঝুঁকি সম্পর্কে প্রশিক্ষণের মাধ্যমে সচেতন করবেন। কিন্তু বিষাক্ত গ্যাসে শ্রমিক মৃত্যুর এই ঘটনায় এটি প্রতীয়মান হয় যে, সেখানে শ্রম আইনের এই বিধান যথাযথভাবে অনুসরণ করা হয়নি।’
জয়পুরহাটে সেপটিক ট্যাংক পরিষ্কারের সময় ৬ শ্রমিকের মৃত্যু
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শ্রমিক নিরাপত্তা ফোরাম এসব ঘটনায় নিয়োগকারীসহ দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি বিধান করা, নিহত শ্রমিকদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদানের পাশাপাশি সারাদেশে শ্রমিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি অবিলম্বে শ্রম আইন বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।
সারাবাংলা/ইএইচটি/এমও