ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা
১ আগস্ট ২০১৯ ০১:৪৩ | আপডেট: ১ আগস্ট ২০১৯ ০১:৫৯
ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। আরমান শাহরিয়ার নামে ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের ছাত্র ও ফজলুল হক মুসলিম হলের আবাসিক বাসিন্দা।
আরমান শাহরিয়ারের কয়েকজন বন্ধু সারাবাংলাকে জানান, বুধবার দিবাগত রাত বারোটার দিকে সে সার্জারিক্যাল ব্লেড দিয়ে হাতের রগ কেটে আত্মহত্যার চেষ্টা চালায়। পরে ফজলুল হক মুসলিম হলের ২০৯ নম্বর কক্ষ থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।
আত্মহত্যার কারণ হিসেবে আরমান শাহরিয়ারের বন্ধুরা জানিয়েছে, তার (আরমান) বিভাগের শিক্ষকরা সব শিক্ষার্থীর সামনে তাকে অপমান করেছে। এই কারণে সে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে।
এ বিষয়ে জানতে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. শেখ নজরুল ইসলামকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
আত্মহত্যার চেষ্টা টপ নিউজ ঢাবি শিক্ষার্থী পুষ্টি ও খাদ্য বিজ্ঞান