ডেঙ্গু টেস্টে বাড়তি ফি: ১৮ লাখ টাকা জরিমানা, ৯ জনের কারাদণ্ড
৩১ জুলাই ২০১৯ ২২:৪১ | আপডেট: ৩১ জুলাই ২০১৯ ২২:৪৪
ঢাকা: ডেঙ্গুর পরীক্ষায় বাড়তি ফি নেওয়া ও পরীক্ষা না করেও প্যাথলজিক্যাল রিপোর্ট দিয়ে টাকা আদায়ের অভিযোগে রাজধানীর পল্টন এবং ফকিরাপুলের চার হাসপাতালকে ১৮ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় নয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন- ডা. মোজাম্মেল, মোল্লা আলাউদ্দিন, শ্যামওয়েল, আরিফুজ্জামান, সিরাজুল, করিমন জয়ধর, আলামিন, মহিউদ্দিন ও ইসমাঈল।
বুধবার (৩১ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয় বলে জানিয়েছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।
সারওয়ার আলম সারাবাংলাকে বলেন, ‘সকাল থেকে বিকেল পর্যন্ত পল্টন ও ফকিরাপুলের আশপাশের চারটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। অভিযানে ১৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেইসঙ্গে দুটি প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘নয়াপল্টনে ইসলামী ব্যাংক স্পেশালাইজড হসপিটালকে তিন লাখ টাকা, আপন মেডিকেলকে পাঁচ লাখ টাকা, মেডিকাস ডায়াগনস্টিক সেন্টারকে চার লাখ টাকা এবং সোহান ডায়াগনস্টিক সেন্টারকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে।’
এসময় কোনো ধরনের ডেঙ্গু টেস্ট না করেই প্যাথলজি রিপোর্ট প্রদান এবং তিন বছর যাবত কোন ডাক্তার না থাকলেও স্বাক্ষর জাল করে রিপোর্ট দেওয়ায় আপন মেডিকেল সেন্টার ও মেডিকাস ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।