Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এডিসের লার্ভা: তমা’র সুপারভাইজারের ৭ দিন কারাদণ্ড


৩১ জুলাই ২০১৯ ২১:৫৯

ঢাকা: তমা কনস্ট্রাকশনের নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় প্রতিষ্ঠানটির সুপারভাইজার মো. সাঈদকে (২৫) সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩১ জুলাই) পুরান ঢাকার জনসন রোডে লার্ভা সনাক্তকরণে ডিএসসিসির ভ্রাম্যমাণ অভিযানে এ শাস্তি দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট উদয়ন দেওয়ান। এসময় অভিযানে উপস্থিত ছিলেন ডিএসসিসির মেয়র মো. সাঈদ খোকন।

বিজ্ঞাপন

সাঈদ খোকন সাংবাদিকদের বলেন, ‘আমরা ভবন মালিকদের বারবার আহবান জানানোর পরও অনেকেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছেন না। আমরা নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছি। নির্মাণাধীন ভবন মালিকরা সচেতন না হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নগর কতৃপক্ষ পিছপা হবে না।’

এর আগে তিনি পুরান ঢাকার মহানগর মহিলা কলেজের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে আয়োজিত সমাবেশ ও শোভাযাত্রায়া প্রধান অতিথি হিসেবে অংশ নেন। সেখানে ডিএসসিসির পক্ষ থেকে বিনামূল্যে কলেজ অধ্যক্ষের হাতে মশা নিধনের জন্য অ্যারোসলের কার্টুন তুলে দেওয়া হয়।

এডিস লার্ভা কারাদণ্ড তমা