Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গু মোকাবিলায় দেশব্যাপী যুব বিগ্রেড গঠনের আহ্বান যুবলীগের


৩১ জুলাই ২০১৯ ২০:১৪

ঢাকা: প্রতিটি ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগীয় শহর ও মহানগরে যুবলীগের নেতাকর্মীদের নিয়ে এলাকাভিত্তিক ‘যুব ব্রিগেড’ গঠন করে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।

বুধবার (৩১ জুলাই) সংগঠনের পক্ষে এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী আওয়ামী যুবলীগ ডেঙ্গু মোকাবিলায় ‘যুব ব্রিগেড’ গঠনসহ সর্বাত্মক পদক্ষেপ ও কর্মসূচি হাতে নিয়েছে। এরই মধ্যে সংগঠনের সব স্তরের নেতাকর্মীদের ডেঙ্গু মোকাবিলায় একযোগে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়েছে, প্রতিটি যুবলীগকর্মী তার এলাকায় যুবসমাজকে সম্পৃক্ত করবে, উদ্বুদ্ধ করবে এবং তাদের নিয়ে এলাকার ময়লা-আবর্জনা পরিষ্কার করবে; ডোবা ও খানাখন্দে পরিচ্ছন্নতা অভিযান চালাবে এবং এগুলোকে মশামুক্ত করবে। পাশাপাশি প্রতিটি এলাকার যুবলীগকর্মী নিজ নিজ এলাকায় ছোট ছোট দল গঠনের মাধ্যমে প্রতিটি বাড়ি যাবে এবং বাড়িগুলো যেন মশামুক্ত থাকে ও বাড়িতে যেন মশার প্রজননস্থল না থাকে, সে জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জনগণকে অনুরোধ করবে।

এছাড়া, হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকায় যুবলীগের নেতাকর্মীদের হাসপাতালগুলোতে গিয়ে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে যতটাসম্ভব সহায়তা করতে বলা হয়েছে। ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের প্রচুর রক্তের প্রয়োজন হওয়ায় তাদের জন্য রক্ত সংগ্রহ ও তরুণ-তরুণীদের রক্তদানেও উদ্বুদ্ধ করবেন যুবলীগের নেতাকর্মীরা।

বিবৃতিতে আরও বলা হয়েছে, জ্বরে আক্রান্ত অনেকেই রক্ত পরীক্ষা বা বিভিন্ন ধরনের পরীক্ষায় যেন প্রতারণার শিকার না হন, সেজন্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে সহায়তা দেবে যেন সবাই সরকার নির্ধারিত মূল্যে রক্ত পরীক্ষা করতে পারে।

বিজ্ঞাপন

ডেঙ্গু মোকাবিলা যুব ব্রিগেড যুবলীগ

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর