Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনুমোদনহীন চিকিৎসক ছড়িয়ে দিল এইচআইভি


৬ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:৩৬

সারাবাংলা ডেস্ক

ভারতের উত্তর প্রদেশে একজন ডাক্তারের বিরুদ্ধে এইচআইভি ছড়ানোর অভিযোগ এসেছে। অভিযুক্ত ডাক্তারের চিকিৎসা দেওয়ার অনুমোদন নেই। অভিযোগকারীরা সংবাদ মাধ্যমকে জানায়, একই সিরিঞ্জ বার বার ব্যবহার করে সে ৪০ জনের মধ্যে এইচআইভি ভাইরাস ছড়িয়ে দিয়েছে।

অভিযুক্ত চিকিৎসক রাজেন্দ্র যাদব, এ ঘটনা সামনে আসার পর থেকে পলাতক আছে।

ভারতের টাইমস নাও নিউজ চ্যানেল জানায়, গত বছর নভেম্বর মাসে একটি এনজিওর পক্ষ থেকে পরিচালিত মেডিকেল ক্যাম্পে এই ঘটনা ধরা পরে, যা গতকাল গণমাধ্যমে এসেছে। আক্রান্তদের মধ্যে শিশুও রয়েছে।
৪০০ মানুষের রক্ত পরীক্ষা করে ৪০ জন এইচআইভি পজিটিভ মানুষ পাওয়া যায়। স্থানীয় একজন কাউন্সিলর বলেন, যদি পুরো এলাকার সব মানুষকে পরীক্ষা করা হয় তবে এ সংখ্যা বাড়তেও পারে।

তিনি আরও জানান, এখানে সবাই চিকিৎসার জন্য একজন হাতুড়ে ডাক্তারের কাছে যান। সে লোক একটি সিরিঞ্জ দিয়েই সকলকে চিকিৎসা করে থাকেন।

উত্তর প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী সিদ্ধার্থ নাথ সিং আশ্বাস দিয়েছেন, দেশ জুড়ে হাতুড়ে ডাক্তারদের উৎখাতের অভিযান চালানো হবে। তিনি জানান, আমরা অনুসন্ধান চালাবো, যারা এভাবে অনুমোদন ছাড়া চিকিৎসা করে তাদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে।

সারাবাংলা/এমএ

অনুমোদনহীন উত্তর_প্রদেশ এইচআইভি চিকিৎসক

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর