Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৬৩ জেলায় ডেঙ্গু, ‘সরকারি হিসেবে’ মৃত ১৪


৩১ জুলাই ২০১৯ ১৯:০৬ | আপডেট: ৩১ জুলাই ২০১৯ ১৯:০৭

ঢাকা: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে ৬ জন। সরকারি হিসেবে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়ার সংখ্যা দাঁড়াল ১৪ জনে। তবে ঢাকার বাইরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান নি কেউই।

বুধবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে (৩০ জুলাই) সকাল ৮ থেকে (৩১ জুলাই) সকাল ৮ পর্যন্ত এই ২৪ ঘণ্টার হিসাব তুলে ধরা হয়। ৩০ জুলাই দেওয়া দৈনিক পরিসংখ্যানে জানানো হয় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৮ জন।

বিজ্ঞাপন

এদিকে, একইদিন স্বাস্থ্য অধিদফতর এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত নেত্রকোনা ছাড়া সবগুলো জেলায় ডেঙ্গু আক্রান্তের তথ্য পাওয়া গেছে। অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক সেব্রিনা ফ্লোরা এই তথ্য জানান।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী সেন্টার ও কন্ট্রোল রুম থেকে দেওয়া প্রতিবেদনে ডেঙ্গু রোগে আক্রান্ত ও মৃত্যুর এসব তথ্য দেওয়া হয়। প্রতিবেদনে জানানো হয় গত ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪৭৭ জন। এর মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি ৯২৮ জন। আর ঢাকা শহর বাদে ঢাকা বিভাগীয় এলাকায় রোগীর সংখ্যা ১১২ জন। ঢাকার বাইরে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫৪৯ জন।

এই ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগেই হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির তথ্য পাওয়া গেছে। অধিদফতর জানায়, চট্টগ্রাম বিভাগে ১০৬ জন, খুলনা বিভাগে ১০৮ জন, রংপুর বিভাগে ৩১ জন, রাজশাহী বিভাগে ৬১ জন, বরিশাল বিভাগে ২২ জন, সিলেট বিভাগে ২৯ জন ও ময়মনসিংহ বিভাগে ৮০ জন ডেঙ্গু রোগী মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত ভর্তি হয়েছেন।

বিজ্ঞাপন

সব মিলিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ১৭ হাজার ১৮৩। এর মধ্যে অবশ্য ১২ হাজার ২শ ৬৬ জন রোগীই চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। বাকি ৪ হাজার ৯শ ০৩ জন এখনো চিকিৎসাধীন।

এদিকে, ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যাও জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। তাদের তথ্য অনুযায়ী, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ১৫৫ জন, মিটফোর্ড হাসপাতালে ৬২ জন, ঢাকা শিশু হাসপাতালে ২৬ জন ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ৭৩ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়াও হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে ৩৭ জন, বারডেম হাসপাতালে ১৩ জন, বিএসএমএমইউতে ৩৫ জন, রাজারবাগ পুলিশ হাসপাতালে ৩২ জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ৫২ জন, পিলখানা বিজিবি হাসপাতালে দুই জন ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৭ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন।

প্রতিবেদনে জানানো হয়, ঢাকা শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে নতুনভাবে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩৬২ জন রোগী। এদের মধ্যে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ৩২ জন, ধানমন্ডি ইবনে সিনা মেডিকেলে ১৬ জন, স্কয়ার হাসপাতালে ১১ জন, হাই কেয়ার হাসপাতাল লিমিটেডে ৩২ জন, ল্যাবএইড হাসপাতালে ৫ জন, সেন্ট্রাল হাসপাতালে ৩৪ জন, হেলথ এন্ড হোপ হাসপাতালে ২ জন, গ্রীন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে ১৯ জন ও কাকরাইল ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ২০ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। এছাড়াও খিদমা জেনারেল হাসপাতালে ৩ জন, ইউনাইটেড হাসপাতালে ১৫ জন, সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ জন, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জন, বিআরবি হসপিটালস লিমিটেডে ১০ জন, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ৯ জন, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ১৭জন, সালাউদ্দিন হাসপাতালে ১৬ জন, পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ১৭ জন, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ২১ জন রোগী ভর্তি হয়েছেন।

৬৩ জেলায় ডেঙ্গু টপ নিউজ ডেঙ্গু ডেঙ্গু আক্রান্ত রোগী সরকারি হিসেবে মৃত ১৪

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর