Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাহাজ কাটার সময় গ্যাসে আক্রান্ত হয়ে তিন শ্রমিকের মৃত্যু


৩১ জুলাই ২০১৯ ১৮:১২

চট্টগ্রাম ‍ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শীপ ব্রেকিং কারখানায় জাহাজ কাটার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় আরও চার শ্রমিক অসুস্থ হয়েছেন।

বুধবার (৩১ জুলাই) সকালে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুরে ম্যাক করপোরেশন নামে একটি কারখানায় এই দুর্ঘটনা ঘটেছে।

মৃত তিনজন হলেন- সাজিদুল (৩৫), নান্টু (৪২) ও রাসেল (২৫)। আহত চারজনকে নগরীতে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো.শামীম শেখ সারাবাংলাকে বলেন, ‘জাহাজ কাটার সময় তেলের ট্যাংক খুললে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয় শ্রমিকরা। এসময় তিনজন ঘটনাস্থলেই মারা গেছেন। আরও চারজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।’

তিন শ্রমিকের মৃত্যুতে গভীর উদ্বেগ ও ক্ষোভ জানিয়েছেন জাহাজ ভাঙ্গা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের আহ্বায়ক তপন দত্ত, যুগ্ম আহ্বায়ক মো. শফর আলী ও এ এম নাজিম উদ্দিন।

এক বিবৃতিতে তারা বলেন, হতাহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। আহত শ্রমিকদের চিকিৎসার যাবতীয় ব্যবস্থা কারখানা কর্তৃপক্ষকে করতে হবে।

চলতি বছরে এ নিয়ে ১১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে।

আহত চারজন চট্টগ্রাম তিনজনের মৃত্যু শীপ ব্রেকিং কারখানা

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর