চট্টগ্রামে প্রাথমিকের ছাত্রীকে যৌন নিপীড়ন, পালিয়েছে স্কুলপ্রহরী
৩১ জুলাই ২০১৯ ১৮:১১ | আপডেট: ৩১ জুলাই ২০১৯ ২০:৪২
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছয় বছরের এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে বিক্ষোভ করেছেন অভিভাবকেরা। ঘটনায় জড়িত ওই বিদ্যালয়ের প্রহরী দীপক দে পালিয়ে গেছে। তাকে ধরতে অভিযানে নেমেছে পুলিশ।
বুধবার (৩১ জুলাই) সকালে নগরীর ডবলমুরিং থানার পাঠানটুলি খান সাহেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।
ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) জহির হোসেন সারাবাংলাকে জানান, পাঠানটুলি খান সাহেব সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের কম্পাউন্ডেই প্রাথমিক বিদ্যালয়টির অবস্থান। দীপক দে দুই স্কুলের প্রহরী হিসেবে কাজ করে।
সকালে প্রাক-প্রাথমিক শ্রেণির এক ছাত্রী স্কুলে যাওয়ার পর তাকে বিদ্যালয়ের চতুর্থ তলায় নিয়ে যৌন হয়রানি করে দীপক। পরে অন্যান্য অভিভাবকেরা শিশুটিকে কাঁদতে দেখেন। এরপর ঘটনা জানাজানি হলে অভিভাবকেরা বিক্ষোভ করেন। ততক্ষণে পালিয়ে যায় অভিযুক্ত দীপক দে।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে অভিযুক্তকে গ্রেফতারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
দীপক দে’র (৪৫) বাড়ি নগরীর হালিশহর থানার ফইল্যাতলী এলাকায়।