Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাদা দলের বর্জন, নীল দলের ভিসি প্যানেলই নির্বাচিত


৩১ জুলাই ২০১৯ ১৭:২৪ | আপডেট: ৩১ জুলাই ২০১৯ ১৭:৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য প্যানেল নির্বাচনে আওয়ামী লীগপন্থি শিক্ষকদের সংগঠন নীল দলের উপাচার্য প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। এই প্যানেলে রয়েছেন বর্তমান উপাচার্য মো. আখতারুজ্জামান, উপ-উপাচার্য (প্রশাসন) মুহাম্মদ সামাদ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি এ এস এম মাকসুদ কামাল। বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল এই নির্বাচন বর্জন করেছে।

বুধবার (৩১ জুলাই) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সিনেটের বিশেষ অধিবেশনে তিন জনের উপাচার্য প্যানেল চূড়ান্তভাবে নির্বাচিত হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন সিনেটের চেয়ারম্যান ও ঢাবি উপাচার্য মো. আখতারুজ্জামান।

বিজ্ঞাপন

আরও পড়ুন- ঢাবির ভিসি প্যানেলে আখতারুজ্জামান, মুহাম্মদ সামাদ ও মাকসুদ কামাল

উপাচার্য প্যানেল নির্বাচনে সাদা দল কোনো প্যানেল না দেওয়ায় এবং অন্য কোনো প্যানেলও প্রতিদ্বন্দ্বিতা না করায় নীল দলের প্যানেলই সিনেটে চূড়ান্তভাবে গৃহীত হয়েছে। এই প্যানেলটি বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পাঠানো হবে। রাষ্ট্রপতি এই তিন জনের মধ্যে থেকে একজনকে উপাচার্য পদে নিয়োগ দেবেন।

নীল দলের একজন সিনেট সদস্য জানান, নীল দল থেকে সাত জন সদস্য দলীয় প্যানেলে মনোনয়ন পাওয়ার জন্য গতকাল (মঙ্গলবার, ৩০ জুলাই) অনুষ্ঠিত দলীয় সভায় প্রার্থী হন। পরে ভোটের মাধ্যমে সেখান থেকে তিন জনকে মনোনীত করা হয়। আজ সিনেটের বিশেষ অধিবেশনে অন্য কোনো প্যানেল না থাকায় এবং মঙ্গলবারের মনোনীত প্যানেল নিয়ে কারও আপত্তি না থাকায় সেই প্যানেলটি আজকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় সিনেট ভবনে নীল দলের একটি রুদ্ধদ্বার বৈঠকে তাদের দলীয় প্যানেল নির্ধারণ করা হয়। সভায় নীল দল থেকে উপাচার্য হওয়ার জন্য সাত জন প্রার্থী হলে ভোটের মাধ্যমে তিন সদস্যের উপাচার্য প্যানেল চূড়ান্ত করা হয়। এর মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ ৪২ ভোট, উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান ৩৬ ভোট ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এস এম মাকসুদ কামাল ৩০ ভোট পেয়ে প্যানেলে মনোনীত হন।

উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ ২৮ ভোট ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান ২০ ভোট পেয়েছিলেন দলীয় নির্বাচনে।

সাদা দলের নির্বাচন বর্জন

এদিকে, বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল ভিসি প্যানেলের নির্বাচন বর্জন করেছে। সাদা দলের আহ্বায়ক এ বি এম ওবায়দুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয়ের ১০৫ সদস্যের বর্তমান সিনেট প্রশ্নবিদ্ধ এবং গত ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচন কলঙ্কিত— এমন অভিযোগে তারা নির্বাচন বর্জন করেছেন।

উল্লেখ্য, ১০৫ সদস্য বিশিষ্ট সিনেটে ডাকসুর পাঁচ জন ছাত্র প্রতিনিধি বাদে সাদা দলের সদস্য মাত্র দু’জন। বাকি ৯৮ জনই নীল দলের সদস্য।

এ বি এম ওবায়দুল বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান সিনেট তিনটি কারণে প্রশ্নবিদ্ধ। প্রথমত, সিনেটের ৩৫ জন শিক্ষক-প্রতিনিধি নির্বাচনের সময় তিনটি প্যানেল হয়েছিল। নীল দল থেকে প্যানেল হয়েছিল দু’টি। এর মধ্যে একটি প্যানেলকে প্রশাসন অবৈধভাবে বাদ দিয়েছিল, এটা অন্যায়। দ্বিতীয়ত, রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনের সময় বিভিন্ন কেন্দ্রে, বিশেষ করে ঢাকার বাইরের কেন্দ্রগুলোতে, সন্ত্রাস সৃষ্টি করে আমাদের সমর্থিত প্যানেলের বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে। তৃতীয়ত, ডাকসুতে একটি কলঙ্কিত নির্বাচন হয়েছে, যার ফলাফল নিয়ে প্রশ্ন রয়েছে।

উপাচার্য প্যানেল টপ নিউজ ঢাবি উপাচার্য নীল দল ভিসি প্যানেল নির্বাচন সাদা দল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর