জনস্বার্থ ছাড়া পুলিশ কোনো গাড়ি রিকুইজিশন করতে পারবে না
৩১ জুলাই ২০১৯ ১৫:০৮
ঢাকা: জনস্বার্থে ছাড়া পুলিশ কোনো গাড়ি রিকুইজিশন করতে পারবে না, যদি কোনো পুলিশ কর্মকর্তা এ নির্দেশনা না মানে তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে হাইকোর্ট।
বুধবার (৩১ জুলাই) এ সংক্রান্ত রুল নিষ্পত্তি করে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর হাইকোর্ট বেঞ্চের রায়ে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
আদালতে রুলের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)’র পক্ষে শুনানি করেন আইনজীবী মোশতাক হোসেন।
আইনজীবী মনজিল মোরসেদ পরে সাংবাদিকদের বলেন, ‘পুলিশের রিকুইজিশন বাণিজ্য নিয়ে বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশ করে। প্রকাশিত সেসব খবর যুক্ত করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ -এইচআরপিবি’র পক্ষ থেকে একটি রিট আবেদন করা হয়। আমাদের এ আবেদনের প্রেক্ষিতে ২০১০ সালের ২৩ মে আদালত রুল জারি করেছিলেন। সে রুলের উপর দীর্ঘ শুনানি নিয়ে রুলটি নিষ্পত্তি করে এবং মামলাটি চলমান রেখে রায় দিয়েছেন আদালত।’