Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বার্থন্বেষী মহল মানুষকে বিভ্রান্ত করতে গুজব ছড়াচ্ছে


৩১ জুলাই ২০১৯ ১৪:২৫

ঢাকা: একটি স্বার্থন্বেষী মহল মানুষকে বিভ্রান্ত করতে গুজব ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, এই গুজব ছড়াতে ওই মহল সামাজিক যোগাযোগমাধ্যমকেই বেছে নিচ্ছে।

বুধবার (৩১ জুলাই) সচিবালয়ে তার কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এমন সংবাদ বা গুজব দেখলে তা প্রতিহত করতে হবে। সমন্বিতভাবে এটা করতে হবে। এ সময় গুজব প্রতিরোধে এগিয়ে আসার জন্য সবার প্রতি আহ্বান জানান তথ্যমন্ত্রী।

তিনি জানান, গুজব যারা তুলছেন তাদের বড় ধরনের শাস্তি ব্যবস্থা করা প্রয়োজন। ফেসবুক, টুইটার কর্তৃপক্ষকেও এই প্রতিরোধ কার্যক্রমে যুক্ত করার কথা ভাবছে সরকার।

গুজব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর