Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আফগানিস্তানে বাসে বোমা বিস্ফোরণ, ৩৪ জনের মৃত্যু


৩১ জুলাই ২০১৯ ১১:৫০ | আপডেট: ৩১ জুলাই ২০১৯ ১৩:১৩

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ফারাহায়, রাস্তার পাশে একটি বাসে পেতে রাখা বোমা বিস্ফোরণে ৩৪ জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। বুধবার (৩১ জুলাই) দেশটির সরকারি কর্তৃপক্ষের বরাতে এ খবর জানিয়েছে ডয়েচে ভেলে।

সরকারি সূত্রগুলো বলছে, তালেবান এই হামলা চালিয়েছে এবং বিস্ফোরণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

তবে, তালেবানের পক্ষ থেকে এখনও এ হামলার দায় স্বীকার করা হয়নি।

বোমা বিস্ফোরণে হতাহতদের সহায়তায় সরকারি জরুরি সেবা প্রদানকারী সংস্থাগুলো কাজ করছে।

তালেবানের মতো বিদ্রোহী গ্রুপ গুলো সরকারপন্থীদের লক্ষ্য করে, এ ধরনেরর আক্রমণ করে থাকলেও অধিকাংশ সময়েই বেসামরিক জনগণ এর শিকার হয়।

আফগানিস্তান তালেবান বোমা বিস্ফোরণ মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর