রাস্তায় পড়ে থাকা ব্যাগে মিলল মৃত নবজাতক
৩১ জুলাই ২০১৯ ১১:৩১ | আপডেট: ৩১ জুলাই ২০১৯ ১২:০৪
ঢাকা: রাজধানীর শাহবাগ থানার শিববাড়ী এলাকা থেকে একটি নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ছেলে নবজাতকটির বয়স এক দিন।
বুধবার (৩০ জুলাই) সকাল পৌনে ৭টার দিকে নবজাতকটিকে উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) ইমরুল শাহেদ জানান, শিববাড়ী এলাকার রাসেল টাওয়ারের সামনের রাস্তায় একটি নবজাতকের মৃতদেহ পড়ে আছে বলে তারা খবর পান। দ্রুত সেখানে গেলে দেখা যায় একটি বাজারের ব্যাগে কেউ নবজাতকটির মৃতদেহ ফেলে গেছে। পরে মৃতদেহটি উদ্ধার করে ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এসআই বলেন, ধারণা করা হচ্ছে, কেউ মৃত অবস্থাতেই নবজাতকটি রাস্তায় ফেলে গেছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।