Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মালয়েশিয়া যাওয়ার সময় শাহজালালে ২ রোহিঙ্গা আটক


৩০ জুলাই ২০১৯ ২৩:৪৪ | আপডেট: ৩১ জুলাই ২০১৯ ০০:০৮

ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে মালয়েশিয়া যাওয়ার সময় রোহিঙ্গা নারীসহ ২ জনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

মঙ্গলবার (৩০ জুলাই) রাতে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন। আটকরা হলো- মোহাম্মদ এনামুল (৩৫) ও নারী নূর নাহার (২১)।

অতিরিক্ত পুলিশ সুপার সারাবাংলাকে জানান, বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বাইরে থেকে রাত ৯টার দিকে তাদের আটক করা হয়। রিজেন্ট এয়ারওয়েজের আরএক্স-৭৮২ ফ্লাইটে রাতে তাদের মালয়েশিয়া যাওয়ার কথা ছিলো।

আলমগীর হোসেন আরও জানান, ছেলেটির পাসপোর্টে বাড়ির ঠিকানা দেওয়া কক্সবাজার ও মেয়েটির ঠিকানা কিশোরগঞ্জের বাজিতপুর। তারা স্বামী-স্ত্রী পরিচয়ে মালয়েশিয়া যাচ্ছিলো। তাদের কাছ থেকে ১ হাজার ইউএস ডলার ও ৫২৬ মালয়েশিয়া রিঙ্গিত পাওয়া গেছে। মানবপাচার ও পাসপোর্ট আইনে তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

আটক রোহিঙ্গা শাহজালাল বিমানবন্দর

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর