বিদেশ ভ্রমণে স্বাস্থ্যমন্ত্রী!
৩০ জুলাই ২০১৯ ২২:৫৬ | আপডেট: ৩১ জুলাই ২০১৯ ১৬:০৮
ঢাকা: দেশজুড়ে বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ। হাসপাতালগুলোতে প্রতিদিনই ডেঙ্গু আক্রান্তের ভিড় বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। প্রচণ্ড চাপে ঢাকা সিটি করপোরেশনের দুই মেয়র। ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তাদের ছুটি বাতিল করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। কিন্তু এই অস্থিরতার মধ্যে খোঁজ নেই স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের। একাধিক সূত্র জানিয়েছে, তিনি বর্তমানে স্ব-পরিবারে মালয়েশিয়া ভ্রমণে রয়েছেন।
তার এই ব্যক্তিগত বিদেশ ভ্রমণ স্বাস্থ্যমন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন। তবে তার ব্যক্তিগত সহকারী জানিয়েছেন, তিনি বর্তমানে তার নির্বাচনী এলাকা মানিকগঞ্জে রয়েছেন। সেখানে তিনি বন্যার্তদের সহায়তায় কাজ করছেন।
সারাবাংলার পক্ষ থেকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিককে একাধিকবার ফোন করা হলে তাকে পাওয়া যায়নি।
এদিকে দেশের এই পরিস্থিতিতে স্বাস্থ্যমন্ত্রীর নিরুদ্দেশ হওয়া কিংবা বিদেশ ভ্রমণের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে কঠোর সমালোচনার ঝড় উঠেছে।
যদিও লন্ডনে চিকিৎসাধীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় টেলিফোনে ঢাকা সিটির উত্তর ও দক্ষিণের দুই মেয়রকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।