Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গু রোগীদের পাশে মাশরাফি, সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান


৩০ জুলাই ২০১৯ ২৩:১৭

ঢাকা: নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তুজা নিজের নির্বাচনী এলাকার সব হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে আসা সব রোগীর দায়িত্ব নেওয়ার কথা জানিয়েছেন। এছাড়াও তিনি ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি করার আহ্বানও জানান।

মঙ্গলবার (৩০ জুলাই) সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ে এসব কথা বলেন মাশরাফি বিন মোর্ত্তুজা। এসময় তিনি সেখানে নিজ নির্বাচনী এলাকা নড়াইল সদর ও লোহাগাড়ার অন্তর্ভুক্ত সব হাসপাতালের উন্নয়ন বিষয়ে কথা বলেন।

বিজ্ঞাপন

মাশরাফি বলেন, ‘আমার নির্বাচনী এলাকায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে আসা সকলের পাশে আমি আছি। তাদের চিকিৎসার দায়িত্ব আমার। সংসদ সদস্য হিসেবে এলাকার জনগণের পাশে থাকা আমার দায়িত্ব। আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে আমাদের সামাজিক সচেতনতা বৃদ্ধি করার কাজ করে যেতে হবে। দেশের জন্য সবাই যদি একসঙ্গে কাজ করে যেতে পারি তবে খুব দ্রুতই আমরা ডেঙ্গুসহ যেকোনো সমস্যার বিরুদ্ধে জয়ী হতে পারবো।’

উল্লেখ্য, স্বাস্থ্য অধিদফতরের দৈনিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী নড়াইলে ২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন আছেন।

সারাবাংলা/এসবি

ডেঙ্গু নড়াইল-২ মাশরাফি বিন মোর্ত্তুজা

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর