রোহিঙ্গা ইস্যুতে মধ্যস্থতার প্রস্তাব জাপানের
৩০ জুলাই ২০১৯ ২২:২৪ | আপডেট: ৩০ জুলাই ২০১৯ ২২:৩০
ঢাকা: রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে মধ্যস্থতা করতে আগ্রহ দেখিয়েছে জাপান। ঢাকা সফররত জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারা কোনোর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকে জাপানের পক্ষ থেকে এ প্রস্তাব দেওয়া হয়।
মঙ্গলবার (৩০ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গারা মিয়ানমারে ফেরত না গেলে বিশ্বে অস্থিরতার সৃষ্টি হবে। অন্যদিকে জাপান বাংলাদেশ ও মিয়ানমার দুই দেশেই বিনিয়োগ করেছে। রোহিঙ্গা সংকট জিইয়ে থাকলে দুই দেশে করা জাপানের বিনিয়োগও হুমকির মুখে পড়বে। তাই দেশটি সার্বিক কল্যাণে এই সংকটের সমাধান চায়।’
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘দ্বিপক্ষীয় বৈঠকে জাপানের পররাষ্ট্রমন্ত্রী প্রস্তাব দিয়েছেন যে, রোহিঙ্গা সংকট সমাধানে প্রয়োজনে তারা টোকিওতে দুই পক্ষের মধ্যে বৈঠকের আয়োজন করতে পারে। আমরা এই প্রস্তাবকে বিবেচনায় রেখেছি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানাইনি।’
ড. এ কে আব্দুল মোমেন জানান, আগামী ২০২৩-২০২৪ মেয়াদে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদের ভোটে বাংলাদেশের সমর্থন চেয়েছে জাপান। এছাড়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কার বিষয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে।