Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাতনিকে ধর্ষণের দায়ে দাদার ৭ বছরের কারাদণ্ড


৩০ জুলাই ২০১৯ ১৬:৫৫

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ পৌর এলাকায় নাতনিকে ধর্ষণ মামলায় আব্দুস সাত্তার (৭০) নামে এক বৃদ্ধকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির এই রায় ঘোষণা করেন। আব্দুস সাত্তারের বাড়ি সিরাজগঞ্জ পৌর এলাকার কোবদাস পাড়ায়।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট আদালতের স্পেশাল পিপি শেখ আব্দুল হামিদ লাবলু সারাবাংলাকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

মামলার নথিতে উল্লেখ করা হয়, ২০১৭ সালের ১৯ আগস্ট দুপুরে আব্দুস সাত্তার নাতনিকে তার ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। ধর্ষণের শিকার শিশুটি কাঁদতে কাঁদতে তার দাদার ঘর থেকে বের হয়ে এসে তার মাকে জানায়। ঘটনার পরের দিন শিশুটির মা বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় মামলা করেন। ওই দিনই শিশুটিকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। মেডিকেল বোর্ড শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে উল্লেখ করে আদালতে প্রতিবেদন জমা দেয়।

কারাদণ্ড ধর্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর