Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোলায় গাছের চাপায় শ্রমিকের মৃত্যু


৩০ জুলাই ২০১৯ ১৫:২৯

ভোলা: ভোলায় গাছ কাটার সময় গাছের চাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃতের নাম মো. জহিরুল ইসলাম (৫৫)। তিনি ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের জয়নগর গ্রামের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা।

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুর ১২টার দিকে ভোলার দৌলতখান উপজেলার চালতাতলা এলাকায় এ ঘটনাটি ঘটে। দৌলতখান থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনায়েত হোসেন স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে সারাবাংলাকে জানান, সকাল থেকে চালতাতলা এলাকায় রাস্তার পাশে মেহগনী গাছ কাটছিল জহিরুল ইসলাসসহ কয়েকজন শ্রমিক। দুপুর ১২ টার দিকে একপর্যায়ে ওই গাছের চাপায় জহিরুল আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

গাছ কাটা ভোলা শ্রমিকের মৃত্যু

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর