Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এশিয়ার শেয়ার বাজারে বড় ধরণের দরপতন


৬ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:৫০

সারাবাংলা ডেস্ক

মঙ্গলবার এশিয়ার দেশগুলোর শেয়ার বাজারে বড় দরপতন হয়েছে। ২০১১ সালের পর এটাই সবচেয়ে বড় দরপতন।

এর আগে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে গত দু’দিন বড় দরপতনের পর এশিয়ার বাজারে এই দরপতনের সৃষ্টি হল।

বার্তা-সংস্থা এপি এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার বিকেলের শুরুতে জাপানের শেয়ার বাজার নিক্কেই ২২৫ সূচক ৭.১ শতাংশ কমে দাঁড়িয়েছে ২১০৮৭.৭১ পয়েন্টে। এর কিছুক্ষণ পর তা আরও ৬.৬ শতাংশ কমে যায়।

হংকংয়ের শেয়ার বাজার হাং সেং সূচক পাঁচ শতাংশ কমে দাঁড়ায় ৩০৬২৮.২২ পয়েন্ট এবং অস্ট্রেলিয়ার বেঞ্জমার এস অ্যান্ড পি এএসএক্স ২০০ সূচক ৩.৪ শতাংশ কমে দাঁড়ায় ৫৮২০.২০ পয়েন্টে। দক্ষিণ কোরিয়ার শেয়ার বাজার কোসপি ২. ৪ পয়েন্ট কমে দাঁড়ায় ২৪৩১.৮৮ পয়েন্টে এবং সাংহাই কম্পোজিট সূচক ২.২ পয়েন্ট কমে দাঁড়ায় ৩৪১২.৫৫ পয়েন্টে।

সোমবারও এশিয়ার বাজারগুলোতে সূচকের পতন ভাব লক্ষ্য করা গেলেও মঙ্গলবার তা রেকর্ড করেছে। যা ২০১১ সালের পর মঙ্গলবার লেনদেনের সর্বনিম্ন রেকর্ড হয়েছে।

এপি জানিয়েছে, সূচক আবার উর্ধ্বমুখী হলেও তা ১০ শতাংশের নিচে নেমে আসাটা স্বাভাবিক নয়। বিনিয়োগকারীরা আশাহত হলে অনেক সময় এমন পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তবে, এমন পরিস্থিতি বিশ্বের অনেক দেশের শেয়ার বাজারের ক্ষেত্রেই সত্য।

সারাবাংলা/জেএ/এমএ

এশিয়া ধস শেয়ারবাজার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর