Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে সড়ক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু, আহত ৯


৩০ জুলাই ২০১৯ ১৫:০৩

বরিশাল: বরিশালে শিক্ষার্থীদের বহনকারী একটি ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে গিয়ে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও নয় শিক্ষার্থীর। বরিশাল জেলা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে বরিশালের উজিরপুর উপজেলার মূলপাইন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

মৃত শিক্ষার্থী আব্দুল্লাহ (৭) উপজেলার সাকরাল এলাকার সেলিম হাওলাদারের ছেলে এবং লামিয়া (৫) একই এলাকার জয়নাল আবেদিনের মেয়ে। তারা দুইজনই মুলপাইন দারুস সুন্নাত নূরানী মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

দুর্ঘটনার সময় ভ্যানে থাকা অন্য নয় শিক্ষার্থীকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আশংকাজনক অবস্থায় তিনজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

এ ব্যাপারে বরিশাল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ রকিবুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘ঘটনার পরপরই আমি ও সংশ্লিষ্ট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহতদের উজিরপুর ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

দুই শিশুর মৃত্যু বরিশাল সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর