Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিতাসের মৃত্যুতে ৩ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট


৩০ জুলাই ২০১৯ ১৩:৪১ | আপডেট: ৩০ জুলাই ২০১৯ ১৩:৫০

ঢাকা: ভিআইপি অজুহাতে প্রায় তিন ঘণ্টা ফেরি না ছাড়ায় স্কুলছাত্র তিতাস ঘোষের মৃত্যুতে ৩ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে সংশ্লিষ্ট যুগ্মসচিব ও ফেরির ম্যানেজারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ জুলাই) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী জহির উদ্দিন লিমন।

পরে আইনজীবী লিমন জানান, ‘মানবতা আজ আমাদের কোথায় গিয়ে ঠেকেছে। একজন অসুস্থ শিক্ষার্থীকে যখন ঢাকায় নিয়ে আসা হচ্ছিল তখন ভিআইপি থাকার অজুহাতে তাকে ফেরিতে উঠতেই দেওয়া হয়নি। এতে ওই শিক্ষার্থী মারা যায়। যে খবরটি সারা দেশের মানুষ দেখেছে। এটি নিয়ে গতকালই (২৯ জুলাই) আমি আদালতে গিয়েছিলাম। আদালত বলেছেন লিখিত পিটিশন নিয়ে যেতে। আজকে (৩০ জুলাই) আমি পিটিশন নিয়ে আদালতে গিয়েছি। আদালত আমাকে অনুমতি দিয়েছেন। তার পরিপ্রেক্ষিতে আমি রিট দায়ের করেছি।’

ফেরি দেরি করায় অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু: তদন্ত কমিটি

ভিআইপির অপেক্ষায় ফেরি, অ্যাম্বুলেন্সেই প্রাণ গেল স্কুলছাত্রের

রিটে তিতাসের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন ও তার পরিবারকে ৩ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়াও ফেরিঘাটে সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে অ্যাম্বুলেন্স চলাচল নিশ্চিত করতে নির্দেশনা চাওয়া হয়েছে।

বুধবার (৩১ জুলাই) বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চে এ রিটের শুনানি হতে পারে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, আইন মন্ত্রণালয় সচিবসহ সংশ্লিষ্টদের এ রিটে বিবাদী করা হয়েছে।

বিজ্ঞাপন

গত ২৫ জুলাই মাদারীপুরের কাঁঠালবাড়ি এক নম্বর ফেরিঘাটে রাতে সরকারের এটুআই প্রকল্পের যুগ্ম সচিব আব্দুস সবুর মণ্ডলের গাড়ির অপেক্ষায় প্রায় তিন ঘণ্টা ফেরি বসে থাকায় ঘাটে আটকে পড়া অ্যাম্বুলেন্সে স্কুলছাত্র তিতাস ঘোষের মৃত্যু হয়। এ ঘটনার চার দিন পরে বিষয়টি জানাজানি হলে বিভিন্ন গণমাধ্যমে তিতাসের মৃত্যু নিয়ে সংবাদ প্রকাশ ও প্রচারিত হয়।

টপ নিউজ তিতাসের মৃত্যু হাইকোর্টে রিট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর