ডেঙ্গু জ্বরে বরিশালে ২ জনের মৃত্যু
৩০ জুলাই ২০১৯ ১৪:১৬ | আপডেট: ৩০ জুলাই ২০১৯ ১৭:১৮
বরিশাল: বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দুই ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
এরা হলেন, বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর এলাকার নাসির খানের ছেলে আসলাম খান (২৪) ও পিরোজপুর জেলার কাউখালি উপজেলার গোসনতারা এলাকার আদম আলীর ছেলে সোহেল (১৮)।
সোমবার (২৯ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগের ৩ নম্বর ইউনিটে ভর্তি হন আসলাম খান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে মারা যান তিনি। এছাড়া সোমবার দিবাগত রাত দেড়টার দিকে একই ইউনিটে ভর্তি হন সোহেলও। তিনিও মঙ্গলবার ভোরে মারা যান।
হাসপাতালে পরিচালক ডা. বাকির হোসেন বলেন, দুজনেই আগে থেকে আক্রান্ত ছিলেন। এরা দুজনেই ঢাকায় ছিলেন। জ্বর ভালো না হওয়ায় বরিশালে ও পিরোজপুরে নিজেদের বাড়িতে এসেছিলেন।
এই চিকিৎসক জানান, গত ১৬ জুলাই থেকে এখন পর্যন্ত মোট ৬৩ জন ডেঙ্গু রোগী এই হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ২৪ জন হাসপাতালে চিকিৎসাধীন। ৩৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং দুজন মারা গেছেন।