জামালপুরের হাসপাতালে ২৫ ডেঙ্গু রোগী
৩০ জুলাই ২০১৯ ১৩:৩২ | আপডেট: ৩০ জুলাই ২০১৯ ১৫:০৯
জামালপুর: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫ জন। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় থাকা তিনজনের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওর দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালটির সহকারি পরিচালক ডা. প্রফুল্ল কুমার সাহা জানান, ডেঙ্গু সনাক্ত হওয়া রোগীদের বেশিরভাগই রাজধানী ঢাকা থেকে জামালপুরে গেছেন। সামনে কোরবানির ঈদে বাড়িফেরা মানুষের কারণে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। এই জ্বরে আক্রান্তদের চিকিৎসার পাশাপাশি তরল জাতীয় খাবার গ্রহণের পরামর্শ দেন এই চিকিৎস। সেইসঙ্গে দ্রুত জ্বর আসলে দ্রুত চিকিৎসকের শরনাপন্ন হওয়ার কথাও বলেন তিনি।
জামালপুর জেনারেল হাসপাতালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে যারা চিকিৎসাধীন তারা হলেন, জামালপুর সদর উপজেলার গজারিয়া গ্রামের মো. মফিজ উদ্দিনের ছেলে মো. আলিফ (২৮), দিগপাইত গ্রামের আবুল হোসেনের ছেলে আসাদুল ইসলাম (২০), হামিদপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে তালাত (২২), শহরের বানিয়াবাজার এলাকার আমিনুরের ছেলে সানোয়ার হোসেন (২৫), দেউরপাড় চন্দ্রা গ্রামের সোহরাব আলীর ছেলে মিলন হোসেন (২৫), মানিকের চর গ্রামের উমর আলীর ছেলে সোহেল (২০), দেওয়ানগঞ্জ উপজেলার সীমারপাড়া গ্রামের সেলিম রেজার ছেলে সাব্বির (২২), ইসলামপুর উপজেলার গঙ্গাপাড়া গ্রামের আতাব আলীর ছেলে রাসেল (২৫), মেলান্দহ উপজেলার ইমামপুর গ্রামের সামিদুল হকের ছেলে পিয়াস মাহমুদ (২০) মেলান্দহ উপজেলার দেবেরছড়া গ্রামের সফির উদ্দিনের ছেলে সোবাহান (৬৫), মেলান্দহ উপজেলার আব্দুর করিমের ছেলে হামিদুল্লাহ (২২), জামালপুর সদর উপজেলার নান্দিনা রুহুল আমিনের ছেলে শান্ত আমিন (২০),জামালপুর সদর উপজেলার কেন্দুয়া খামার পাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে মাসুদ রানা (৩৫), জামালপুর সদর উপজেলার হরিবাড়ী গ্রামের লুৎফর রহমানের ছেলে শেখ সাব্বির আহামেদ (২১) হাসপাতাল থেকে পলাতক, মেলান্দহ উপজেলার আদিবপুর গ্রামের রন্জু আহমেদের ছেলে রায়হান (২৫), জামালপুর সদর উপজেলার চরযর্থাথপুর গ্রামের শামছুল হকের ছেলে সাদ্দাম (২৩), জামালপুর পৌর এলাকার হাটচন্দ্রা গ্রামের শামছুল হকের ছেলে কবির (২৫), জামালপুর পৌর এলাকার বেলটিয়া গ্রামের রফিকুলের ছেলে সৌরভ (২৫), বকশিগঞ্জ উপজেলার রুবিরায় চর গ্রামের ফারুকের ছেলে হাসিবুল (১৯), বকশিগঞ্জ উপজেলার বাশঁকান্দা গ্রামের সুরুজের ছেলে সোহেল (২৩), জামালপুর সদর উপজেলার পশ্চিম জামিয়া গ্রামের হোসেন আলী’র ছেলে রুবেল উদ্দিন (৩৩), বকশিগঞ্জ উপজেলার পাথালিয়া গ্রামের ইস্রাফিলের ছেলে কনক (১৭), জামালপুর সদর উপজেলার তিরুথা গ্রামের মজিবরের ছেলে মোস্তাফিজুর (২১),জামালপুর পৌর এলাকার সর্দারপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে মারুফ (১৯) ও মেলান্দহ উপজেলার কোনা মালঞ্চ গ্রামের হারুন-ওর রশিদের ছেলে আব্দুর রহিম (১৭)।