ঢামেকের চিকিৎসকসহ ৮ জনের সাক্ষ্য আজ
৩০ জুলাই ২০১৯ ১২:২৬ | আপডেট: ৩০ জুলাই ২০১৯ ১৩:৩৫
ফেনী: ফেনীর আলোচিত মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আজ মঙ্গলবার (৩০ জুলাই) সাক্ষ্য দেবেন তার চিকিৎসা ও ময়নাতদন্তে সংশ্লিষ্ট চিকিৎসকরা।
মামলার কার্যক্রমের ২৪ তম দিনে আজ ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের আদালতে আজ ৭ জন চিকিৎসক ও এক নার্সের সাক্ষ্য দেওয়ার দিন ধার্য করা হয়েছে।
এরা হলেন, ময়নাতদন্ত প্রতিবেদন তৈরি করা ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ডা. সোহেল মাহমুদ, একই বিভাগের প্রভাষক ডা. প্রদীপ বিশ্বাস, প্রভাষক ডা. জান্নাতুল ফেরদৌস, ঘটনার দিন নুসরাতকে সাময়িক চিকিৎসা দেওয়া ফেনী জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আবু তাহের, সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আরমান বিন আব্দুল্লাহ, নুসরাতের মৃত্যুকালীন জবানবন্দি গ্রহণকারী স্বাক্ষী ঢামেকের সহকারী রেজিস্ট্রার ডা. মোহাম্মদ ওবায়দুল ইসলাম, ঢামেকের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. এ কে এম মনিরুজ্জামান এবং ঢামেকের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের সিনিয়র স্টার্ফ নাস অর্চনা পাল।
নিয়ম অনুযায়ী সাক্ষীরা শুরুতে আদালতে তাদের সাক্ষ্য উপস্থাপন করবেন, এরপর আসামিপক্ষের আইনজীবীরা তাদের জেরা করবেন।
এ মামলার ৯২ জন স্বাক্ষীর মধ্যে এর আগে ৬১ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। গত ২৭ জুন থেকে এ মামলার সাক্ষ্য কার্যক্রম শুরু হয়। শুরুর পর থেকে প্রতি কর্মদিবসে আদালত তাদের জবানবন্দি রেকর্ড করছেন।
চলতি বছরের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে যৌন নিপীড়নের দায়ে মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাকে গ্রেফতার করে পুলিশ। ৬ এপ্রিল ওই মাদরাসা কেন্দ্রের সাইক্লোন শেল্টারের ছাদে নিয়ে অধ্যক্ষের সহযোগীরা নুসরাতের শরীরে আগুন ধরিয়ে দেয়। টানা পাঁচদিন মৃত্যুর সঙ্গে লড়ে ১০ এপ্রিল মারা যায় নুসরাত জাহান রাফি।
টপ নিউজ নুসরাত হত্যা মামলা ফেনীতে দগ্ধ মাদরাসা শিক্ষার্থী ফেনীর সোনাগাজী