Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মশক নিধন অভিযান


৩০ জুলাই ২০১৯ ১২:২৭

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাস ও হলগুলোকে ডেঙ্গুর প্রকোপ থেকে মুক্ত রাখতে দিনব্যাপী যৌথভাবে মশক নিধন অভিযান শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও কুমিল্লা সিটি করপোরেশন।

মঙ্গলবার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু করে ড্রেনসহ মশার উপদ্রব আছে এমন জায়গাগুলোতে এই অভিযান চালানো করা হয়। অভিযানটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।

বিজ্ঞাপন

এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড এমরান কবির চৌধুরী কুমিল্লা সিটি করপোরেশনের মেয়রকে মশক নিধন অভিযানে সহযোগিতা করার আহ্বান জানান। এর প্রেক্ষিতে সিটি করপোরেশনের পক্ষ থেকে উড়ন্ত মশা নিধনের জন্য দুইটি হকার মেশিন এবং ড্রেনের মশা নিধনের জন্য দুইটি হান্ট মেশিনসহ কুবিতে লোকবল পাঠানো হয়। এছাড়াও আবাসিক হলগুলোতে ব্লিচিং পাউডার ছিটানো হয়।

মশক নিধন অভিযানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের, বিজ্ঞান অনুষদের ডিন ড. একে এম রায়হান উদ্দিন, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রভোস্ট ড. মোহাম্মদ জুলহাস মিয়া, পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান ড. দুলাল চন্দ্র নন্দী এবং কুমিল্লা সিটি করপোরেশনের কর্মকর্তাবৃন্দ প্রমুখ।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ডেঙ্গু মশক নিধন অভিযান

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর