Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ ধর্ষণ মামলার আসামির মৃত্যু


৩০ জুলাই ২০১৯ ০৯:০২ | আপডেট: ৩০ জুলাই ২০১৯ ১২:৪২

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ধর্ষণ মামলার এক আসামির মৃত্যু হয়েছে। মৃত মোহাম্মদ আরমানের (২৫) বাড়ি পটিয়ার জিরি ইউনিয়নের মালিয়ারা গ্রামে।

মঙ্গলবার (৩০ জুলাই) ভোরে পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মেহেরআঁটি গ্রামে এই ঘটনা ঘটেছে।

র‍্যাবের চট্টগ্রাম জোনের সহকারি পরিচালক এএসপি কাজী মো.তারেক আজিজ সারাবাংলাকে জানান, আরমান এলাকায় বখাটে হিসেবে পরিচিত। গত ১৯ জুলাই রাত দেড়টার দিকে মালিয়ারা গ্রামের এক কিশোরী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়। এসময় আরমান তার মুখে শার্ট বেঁধে তাকে ধর্ষণ করে। এই ঘটনায় মামলা দায়ের হলে আরমান পালিয়ে যায়। এরপর মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে আরমানকে কুসুমপুরার মেহেরআঁটি গ্রামে গ্রেফতারের জন্য যায় র‍্যাবের একটি দল। অভিযানের সময় আরমানের সাথে র‍্যাব-৭ এর টহল দলের গুলিবিনিময় হয়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আরমানের মৃতদেহ উদ্ধার করা হয়।

এসময় ঘটনাস্থল থেকে একটি অস্ত্র, সাত রাউন্ড গুলি এবং নয়টি গুলির খালি খোসা উদ্ধার করেছে র‍্যাব।

টপ নিউজ ধর্ষণ মামলার আসামি বন্দুকযুদ্ধ মৃত্যু র‍্যাব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর